প্রথম ওভারেই হ্যাটট্রিকের অনন্য কীর্তি
এ যেন স্বপ্নের চেয়েও মধুর শুরু! টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নাতুর প্রথম ওভার করলেন নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েল। অবশ্য পুরো ওভারও করতে হয়নি, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে মাত্র পাঁচ বল করেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি।
কয়েকদিন চলতি সিরিজেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল ব্রেসওয়েলের। গতকাল বুধবার (২০ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বল হাতে পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল ১৪তম ওভার পর্যন্ত। তবে আরেক স্পিনার এবং অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে তুলে দেওয়ার পরই ঝলসে উঠলেন। তার ঘূর্ণিতে মুহূর্তেই শেষ ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ‘শতাব্দীর সেরা বল’ করলেন পাকিস্তানের ইয়াসির শাহ!
ব্রেসওয়েলের ওভারের শুরুটা অবশ্য কিছুটা ভীতিজাগানিয়া ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বলেই যে তাকে সীমানাছাড়া করেছিলেন ব্যারি ম্যাকার্থি। দ্বিতীয় বলে দিয়েছিলেন এক রান। এরপরই শুরু ব্রেসওয়েল-জাদু। তৃতীয় বলে মার্ক অ্যাডেরকে ডিপ মিড উইকেটে গ্লেন ফিলিপসের ক্যাচ বানিয়ে শুরু, পরের বলেও একই চিত্র। কিউই স্পিনারকে তুলে মারতে গিয়ে ফিলিপসের হাতে ধরা পড়ে ফিরেছেন ম্যাকার্থি। ওভারের পঞ্চম এবং হ্যাটট্রিক বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইশ সোধির তালুবন্দি হয়ে ফিরেছেন ক্রেইগ ইয়ং। আর তাতেই মাত্র ৯১ রান অলআউট হয়ে যায় স্বাগতিক আয়ারল্যান্ড। সফরকারী নিউজিল্যান্ডের ১৭৯ রান টপকাতে গিয়ে ৮৮ রান দূরে থামে তারা।
আরও পড়ুন >> বাংলাদেশের ‘প্রিয়’ ফরম্যাটকে ক্রিকেট থেকেই মুছে দিতে চান ওয়াসিম!
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জেতা হয়ে গেছে কিউইদের। এর আগে টস জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল স্বাগতিকরা। মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ক্লিভারের অপরাজিত ৭৮* রানের ইনিংস চড়ে ১৭৯ রান স্কোরবোর্ডে তুলেছিলে সফরকারীরা। ব্রেসওয়েল এবং সোধি ৩ উইকেট করে তুলে নিয়ে কিউইদের সহজ জয় নিশ্চিত করেছেন।
এইচএমএ/এটি