তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। তবে রোববার (১০ জুলাই) শেষ ম্যাচে হেরে যাওয়ায় স্বাগতিক ইংল্যান্ডকে ধবলধোলাই করার সুযোগ হারিয়েছে তারা। তবে সিরিজ শেষে যে বিষয়টি আলোচনা তুঙ্গে, তা হচ্ছে দ্বিতীয় ম্যাচ চলাকালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে তারই সতীর্থ হার্দিক পান্ডিয়ার অশ্রাব্য ভাষায় গালি দেওয়া।

ইংল্যান্ড যখন ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছিল, তখনই ইনিংসের চতুর্থ ওভারে ঘটে সেই ঘটনা। মূলত ফিল্ডিং সাজানো নিয়ে ঘটনার সূত্রপাত। রোহিত একজন ফিল্ডারকে নির্দিষ্ট জায়গায় ফিল্ডিং করতে বলেছিলেন, তবে নিজের বোলিংয়ের সময় হার্দিক সেই ফিল্ডারের জায়গা পরিবর্তন করতে চেয়েছিলেন। সেই ফিল্ডার রোহিত তাকে সেখানে দাঁড়াতে বলেছেন, এমনটা বোলার পরই হার্দিক ক্ষেপে যান।

আরও পড়ুন >> ‘কাশ্মীরে খেলা হবে’, ভারতকে আফ্রিদির চ্যালেঞ্জ

সে সময় রোহিতকে অশ্লীল শব্দে গালিগালাজ করেন হার্দিক। স্টাম্প মাইকে ধরা পড়ে যায় সেই অশ্রাব্য শব্দাবলী। একজন দর্শক সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই মুহূর্তেই তা ছড়িয়ে যায়।

রোহিত শর্মাকে হার্দিকের গালি দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত। নেট নাগরিকরা হার্দিক অ্যাবিউজড রোহিত হ্যাশট্যাগ ব্যবহার করে হার্দিকের আচরণের প্রতিবাদ জানাচ্ছে। যদিও এই ব্যাপারে এখনো দুই খেলোয়াড়ের কেউই কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন >> ‘চিরশত্রু’ ভারত-পাকিস্তানের লড়াইয়ের তারিখ ফাঁস

হার্দিক পান্ডিয়ার মাঠে মেজাজ হারানোর ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করার সময় দলের পেসার মোহাম্মদ শামিকেও অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিলেন তিনি। তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভর্ৎসনা করেছিলেন নেট নাগরিকরা।

এইচএমএ