কোহলির কাছে সেঞ্চুরি চান না দ্রাবিড়
ক্যারিয়ারে এমন একটা সময় আসবে, যখন তার ব্যাটিং নিয়ে বিস্তর কাটা ছেড়া হবে, সমালোচনার তীর ধেয়ে আসবে নানা দিক থেকে, এমনটা হয়ত বিরাট কোহলির কল্পনাতীত। আধুনিক ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের অন্যতম কোহলি এখন নিজের ছায়া হয়ে আছে। ব্যাট হাতে টানা ব্যর্থতায় আত্মবিশ্বাসের ঘাটতিও প্রকাশ্য। এমতাবস্থায় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বললেন, অফ ফর্মে থাকা কোহলির কাছে শতরান বা অনেক লম্বা ইনিংসের আবদার নেই তার, অন্তত ৫০-৬০ রান হলেও চলবে।
ব্যাট হাতে ধারাবাহিকতার অনন্য নজির স্থাপন করে কোহলি নিজেই তাকে নিয়ে মানুষের প্রত্যাশা বাড়িয়েছেন, আর এখন সেই প্রত্যাশার ভারেই তিনি নুয়ে পড়ছেন বলে মত দ্রাবিড়ের, ‘নিজের মান এমন জায়গায় নিয়ে গিয়েছে, সকলেই ওর কাছে শতরান আশা করে। সেটাই ওর সাফল্যের মাপকাঠি হয়ে গিয়েছে। কোচ হিসাবে বলব, আমি চাই ও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখুক। সেটা ৫০ বা ৬০ রানের ইনিংসও হতে পারে।’
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে কোহলিকে নির্ভার করতে দ্রাবিড় বলেন, ‘একজন খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে। কোহলির ক্ষেত্রে বলতে পারি, ওর ভাল খেলার ইচ্ছে বা উৎসাহের একটুও ঘাটতি নেই। সব সময় তিন অঙ্কের রানই করতে হবে তার কোনও মানে নেই। কঠিন উইকেটে ৭০ রানের ইনিংসও অত্যন্ত মূল্যবান। কেপটাউন টেস্টের কথাই বলতে পারি। ওখানে শতরান না পেলেও দুরন্ত ব্যাট করেছিল।’
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শারীরিক এবং মানসিক দিক দিয়ে কোহলি সম্পূর্ণ ফিট আছেন বলে জানিয়েছেন দ্রাবিড়। দীর্ঘ সময় ব্যাট না হাসায় রানের ক্ষুধাটাও বেড়েছে তার। আর বয়সের দিক দিয়েও কোহলি তার সেরা সময়ে আছেন বলে মনে করেন ভারতীয় কোচ, ‘বয়স কোহলির সঙ্গেই রয়েছে। অসম্ভব ফিট ক্রিকেটার। মানসিকতাও দুর্দান্ত। ওর মতো পরিশ্রম করতে কাউকে দেখিনি আমি। সব সময় নিজের খেলা নিয়ে ভাবে। প্রস্তুতিতে কখনও আলগাভাব দেখা যায় না। লেস্টারশায়ারের বিরুদ্ধে ওই পরিবেশে নিখুঁত ইনিংস খেলল। প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলেছে।’
আগামীকাল (১ জুলাই) বাংলাদেশ সময় বিকেল চারটায় সফরের একমাত্র টেস্টে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্মিংহ্যামের এজবাস্টনে।
এইচএমএ/এটি