পদ্মার বুকে সেতুর স্বপ্নপূরণের আবেগ ছুঁয়েছে মুশফিক-লিটনদের
পদ্মা সেতুর স্বপ্ন এখন বাস্তব। দেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। প্রমত্ত পদ্মার বুক চিরে গড়ে উঠেছে স্বপ্নের সেতু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধন করেছেন। পদ্মার বুকে সেতুর স্বপ্নপূরণের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম রাতের পদ্মা সেতুর আলোক উজ্জ্বল একটি ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করে লিখেছেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তব। পদ্মা সেতু নিয়ে গর্বিত। মাশাআল্লাহ।’
বিজ্ঞাপন
Something we have been dreaming of for a long time has finally become a reality. Feeling very proud of our very own Padma bridge. Mashallah.
Posted by Mushfiqur Rahim on Friday, June 24, 2022
সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটি করে ২০২২ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন লিটন কুমার দাস। নিজের অনন্য মাইলফলক উদযাপনের দিনে পদ্মা সেতুর স্বপ্নপূরণের আনন্দও ঝরেছে তার কণ্ঠে, ‘স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের সাহস।’
পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে পেসার রুবেল হোসেন, ‘শুভ উদ্বোধন। স্বপ্নের পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
স্বপ্ন সত্যি হল. আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীনভাবে এই সেতুটি নির্মান করেছি ।
Posted by Imrul Kayes on Friday, June 24, 2022
ওপেনার ইমরুল কায়েস সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে গর্বিত, ‘স্বপ্ন সত্যি হল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীনভাবে এই সেতুটি নির্মান করেছি।’
এইচএমএ/এটি