‘নতুন ইংল্যান্ডের’ কাছে লর্ডস টেস্টে হার মেনেছে নিউজিল্যান্ড। সদ্য সাবেক ইংলিশ অধিনায়ক জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের ইংলিশ ক্রিকেটে নতুন যুগের শুরুটা জয়ে দিয়ে করতে পেরেছে। অপরাজিত শতকের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে দশ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

তবে এই ম্যাচে যে শুধু রুট ব্যাট হাতে জাদু দেখিয়েছেন তা কিন্তু নয়, তার ব্যাটও কিন্তু কম যায়নি। রুট তখন ৮৭ রানে অপরাজিত, নন স্ত্রাইকার্স এন্ডে। কিউই পেসার কাইল জেমিসন বল নিয়ে দৌড়ে আসছেন, টিভির পর্দায় দেখা গেল রুটের হাতে নেই ব্যাট, বরং সেটি বিস্ময়করভাবে একাই সোজা দাঁড়িয়ে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিওচিত্র। নেট নাগরিকরা ব্যাট হাতে জাদু দেখানো রুট সত্যিই ‘জাদু’ জানেন কিনা সেই আলোচনা শুরু করেন।

তবে শেষ পর্যন্ত এই ‘জাদুর’ রহস্য উন্মোচন করেন ইংলিশ দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ডের ক্রিকেট প্রতিবেদক উইল ম্যাকফারসন। এক টুইটে তিনি জানান, সাধারণত ব্যাটের নিচের অংশ একটু বাঁকানো থাকে, তবে রুটের ব্যাটে সেটা একেবারে সমতল হওয়ায় এমনটা হয়েছে।

এইচএমএ