নিজেকে নিয়ে কিছু বলার সুযোগ চান তামিম ইকবাল। কিন্তু সেই সুযোগটি পাচ্ছেন না বলে অভিযোগ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের। ৬ মাস টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে এতোটাই চর্চা চলে যে, তামিম নিজেকে নিয়ে নিজেই কিছু বলতে পারছেন না।

রোববার একটি টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)।’

২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তামিম। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নেন স্কোয়াড থেকে। পরে বেশ নাটকীয়তা শেষে গত ২৭ জানুয়ারি জানান, আপাতত ৬ মাসের জন্য এই ফরম্যাট থেকে দূরে থাকবেন তিনি। তবে ৪ মাস শেষ হলেও ফেরা নিয়ে এখনো নিশ্চুপ তামিম।

তামিম বলছিলেন, ‘আমার তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি, আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধরনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’

কিছু বলতে না পারার আক্ষেপে পোড়া তামিম অবশ্য আজ সুযোগ পেয়েও নিজের অবস্থান পরিষ্কার করেননি।

টিআইএস/ওএফ