টেস্ট ক্রিকেটে বিদেশ বিভূঁইয়ে বাংলাদেশ দল প্রথম সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালের সেই জয়ের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। আবার সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করা সবশেষ সফরে সাদা পোশাকের ফরম্যাটটা সুখকর যায়নি টাইগারদের। ২০১৮ সালের সে সফরে সাকিবের অধিনায়কত্বের আমলেই নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশ দলের।

এবার সাকিবের অধিনায়কত্বে উইন্ডিজে ভালো ফলের স্বপ্ন দেখছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। দীর্ঘদিন পর এই সফরের আগে আবার টেস্টের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার মাঠের ক্রিকেট কতটা উপভোগ করেন, সেটি জানিয়ে ভালো ফলের প্রত্যয় জয়ের।

আজ শুক্রবার (৩ জুন) উইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে জয় বলছিলেন, ‘সাকিব ভাই সবার সাথে অনেক ফ্রি। সবার সাথে অনেক এনজয় করেন। আমরা চেষ্টা করব ওই এনজয় নিয়েই ভালো ফলাফল করার।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য জয়ের এটিই প্রথম উইন্ডিজ সফর। এর আগে জাতীয় দল এমনকি বয়সভিত্তিক দলে খেলার সময়ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাননি তিনি।

রোমাঞ্চিত জয় বলছিলেন, ‘আমি আসলে একটু রোমাঞ্চিত। কারণ, ওয়েস্ট ইন্ডিজে এটা আমার প্রথম সফর। অনূর্ধ্ব-১৯ দলে পাইনি, জাতীয় দলের হয়েই প্রথম যাচ্ছি। অনেক দিন আগে যাচ্ছি। চেষ্টা করব কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে সেখানে ভালো কিছু করার। ব্যাটসম্যান হিসেবে সবারই প্রত্যাশা থাকে ভালো করব। নির্ভর করছে আমি কতটা প্রস্তুত, আর ভাগ্যের ওপরও নির্ভর করে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৪ জুন। জয় শুধু সাদা পোশাকের ফরম্যাটে খেলবেন। দলীয় প্রত্যাশা জানিয়ে বলেন, ‘সবার প্রত্যাশা থাকে আমরা ভালো কিছু করি। আমরাও চেষ্টা করব সিরিজ ড্র অথবা জেতার।’

টিআইএস/এইচএমএ