বাড়তি খরচ বাঁচাতে এবার খানিকটা হিসেবী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভ্রমণ টিকিটসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় আগের মতো ‘অতিরিক্ত’ ক্রিকেটার নিয়ে আর বিদেশ সফর না করার ভাবনা বিসিবির। এজন্য প্রয়োজনে আসন্ন উইন্ডিজ সফরের ঘোষিত স্কোয়াড থেকে ক্রিকেটার ছাটাইয়ের ভাবনাও রয়েছে বোর্ডের।

আজ বৃহস্পতিবার বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক শেষে নিজেদের এমন ভাবনার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলছিলেন, ‘সবশেষে একটা বড় বিষয়, আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরুপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। তো খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতোদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়, স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে।’

উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই সফরের জন্য শুরুতে কথা ছিল ৩ থেকে ৬ জুনের মধ্যে ৩ ধাপে দেশ ছাড়বে ক্রিকেটাররা। তবে সিদ্ধান্ত বদলেছে বিসিবি। যেহেতু ২ ম্যাচের টেস্ট সিরিজ আগে শুরু হবে এজন্য এই ফরম্যাটের ক্রিকেটাররা দেশ ছাড়বে আগামী ৩ জুন। এরপর টি-টোয়েন্টি দল ক্যারিবীয় দ্বীপে যাবে ৬ জুন। সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল যাবে ২২ জুন।

খরচ কমানোর বার্তায় পাপন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে, এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়। এছাড়াও আমাদের সবাই এখন যার যার নিজের ডিপার্টমেন্টের নতুন বছরের বাজেট পেশ করবে। তাদেরকে বলা হয়েছে, এবারের বাজেট যেন আগের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল। সেগুলো আপাতত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া ৩-৪ মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।’

১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচের সবকটি হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টিআইএস/এইচএমএ