তামিমদের বিপক্ষে সাকিব-মাশরাফিদের বোলিং দাপট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের হাইভোল্টেজ ম্যচে আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মৌসুমের শুরু থেকেই রূপগঞ্জকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। দলটির হয়ে আজ মাঠে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই তারকার বোলিং নৈপুণ্যে দিশেহারা প্রাইম ব্যাংক। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে তাদের ইনিংস থামে ১৫২ রানে।
পারিবারিক জটিলতা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন সাকিব। তার দল মোহামেডান সুপার লিগ পর্বে উঠতে না পারায় নিয়ম মেনে নাম লিখিয়েছেন রূপগঞ্জ শিবিরে। ফিরেই বল হাতে ঝলক সাকিবের। নিজের প্রথম ওভার করতে নেমে তামিম ইকবালকে ফেরান সাকিব। এরপর আউট করেন নাসির হোসেনকে। বল হাতে সাকিবের সমান ২ উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি। তার শিকার মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুন।
বিজ্ঞাপন
বিকেএসপিতে উইকেট ভেজা থাকায় নির্ধারিত সময়ের বেশ পর ম্যাচ শুরু হয়। ১৭ ওভার কমে ম্যাচ হয় ৩৩ ওভারের। এ ম্যাচে টস জিতে প্রাইম ব্যাংককে আগে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ব্যাংকের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তামিম ইকবাল। আল-আমিন হোসেনকে ছয় দিয়ে রানের খাতার খুলেও সুবিধা করতে পারেননি তামিম। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বলে ফেরেন ৫ বলে ৮ রান করে।
তিনে নামা শাহাদাৎ হোসেন দিপু ফেরেন রানের খাতা খোলার আগে। এরপর প্রাইম ব্যাংক শিবিরে আঘাত হানেন মাশরাফি। পরপর নিজের দুই ওভারে ফেরান মুমিনুল (১৩) আর মিঠুনকে (৩)। সুবিধা করতে পারেননি নাসির হোসেনও। সাকিবের দ্বিতীয় শিকার হন ৪ রান করে। তবে ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে খেলেন এনামুল হক বিজয়। ফর্মের তুঙ্গে থাকা বিজয় এদিন বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।
বিজয় পেছনে ফেলেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪ সাইফ। বর্তমানে বিজয়ের নামের পাশে ৮৭৮ রান। এদিন মৌসুমের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়ে বিজয় ফেরেন ৭৩ রানে। ৯১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১ চারের মারে।
সঙ্গে ইয়াসির আলির ৩৭ বলে ৩৯ রানের কল্যাণে অলআউট হওয়ার আগে ১৫২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। সাকিব আর মাশরাফির মতো সমান দুই উইকেট নিয়েছেন চেরাগ জানি।
টিআইএস/এমএইচ/এটি