‘সাকিব দলে থাকলে ভারসাম্য আসে’
৭ ব্যাটসম্যান ৪ বোলার, নাকি ৬ ব্যাটসম্যান ৫ বোলার? ২ পেসার ২ স্পিনার নাকি ৩ পেসার ১ পেসার? টেস্টে বাংলাদেশ দলের একাদশ সাজাতে হিমশিম খেতে হয়ে প্রতিবার। বিশেষ করে এই বিড়ম্বনা তৈরি হয় সাকিব আল হাসান না থাকলে। বাঁহাতি অলরাউন্ডার সাকিবের একাদশে না থাকা মানে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, নাহয় বাড়তি একজন বোলার। সদস্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরেও এই সমীকরণ মেলাতে বেগ পেতে হয়েছে বাংলাদেশ দলকে।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে পারিবারিক কারণে সাকিব ছিলেন না। একাদশ সাজাতে বিপাকে পড়তে হয়েছে অধিনায়ক মুমিনুল হকের দলকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া যাবে, এতেই যেন স্বস্তির সুবাতাস বইছে দেশের ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় পরিষ্কার হলো সেটিই।
বিজ্ঞাপন
আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই সাকিব দলে থাকলে ভারসাম্য আসে। সাকিব খেললে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই একটা ভারসাম্য পাওয়া যায়।’
অথচ সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও পাওয়া নিয়ে শঙ্কা উঁকি দিয়েছিল। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন। পরে বড় মেয়েকে নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে থাকা অবস্থায় সাকিব শুনতে পান তার শাশুড়ির মৃত্যু সংবাদ। তবুও ফিরতে পারেননি মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায়। আজ সকালে দেশে ফিরেছেন সাকিব। বোর্ড তরফ থেকেও জানানো হয়েছে, লঙ্কা সিরিজে পাওয়া যাবে এই বাঁহাতি অলরাউন্ডারকে।
জালাল বলছিলেন, ‘সাকিব কদিন আগেই জানিয়েছিল সে শ্রীলঙ্কা সিরিজের জন্য এভেইলবল। কিন্তু প্রিমিয়ার লিগ খেলবে সেটা মনে হয় হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে। তার পরিবার আমেরিকা যাওয়ার পর সে আমাদের জানাবে বলেছিল কবে আসবে। এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমরা কনফার্ম করিনি কারণ তার পরিবার এখানে ছিল, যেহেতু তার শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে। তার পরিবার ওইখানে না যাওয়া পর্যন্ত বলতে পারছিল না কবে আসবে।’
এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠে নামতে পারেননি সাকিব। জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক জটিলতা কাটিয়ে সুপার লিগ পর্ব থেকে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। তবে সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান, বাদ পড়েছে লিগ পর্বে। এজন্য নিয়ম মেনেই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলবেন সাকিব।
এ প্রসঙ্গে জালাল বলেন, ‘ডমেস্টিকের কথা বলতে পারছি না। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ সে খেলবে সেটা মোটামুটি আমরা জানতাম।’
২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
টিআইএস/এটি/এনইউ