লিটন দাস তখন এক সংবাদ সম্মেলনে। তখনো জানেন না মোশাররফ হোসেন রুবেল পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরপারে। প্রশ্নোত্তর পর্ব চলাকালে এক সাংবাদিকের কাছ থেকে জানতে পারলেন এ খবর। চকিতেই হতভম্ব হয়ে গেলেন তিনি। লিটন দাসের এমন প্রতিক্রিয়া যেন পুরো ক্রিকেটাঙ্গনেরই। বয়স মাত্র ৪০ পেরিয়েছিল, এই বয়সেই ক্যানসারের কাছে হার মেনে মোশাররফ রুবেলের চলে যাওয়া যেন মেনেই নিতে পারছেন না মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানরা।

ক্যানসারের সঙ্গে তার লড়াইটা বহুদিনের। শেষ কিছু দিনে তা বেড়ে গিয়েছিল বহুগুণে। ভর্তি ছিলেন রাজধানী ঢাকার এক বেসরকারী হাসপাতালে। তখন তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই খবর ভুল প্রমাণ করে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছিলেন রুবেল। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে চলেই গেলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।