নিশ্চিত থাকতে চারশ রানের ভাবনা উইন্ডিজের
চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাহাড় টপকে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাইজুল ইসলাম অবশ্য বলেছিলেন ২৫০ থেকে ৩০০ রানই সুরক্ষিত টাইগারদের জন্য। ঢাকা টেস্টে মেহেদী হাসান মিরাজ বলছেন ৩০০ রান হলেও ম্যাচ জিতবে স্বাগতিকরা। এজন্য একেবারেই ঝুঁকিতে যেতে চায় না ক্যারিবীয়রা, সুরক্ষিত জায়গায় থাকতে ৪০০ রানের ভাবনা সফরকারীদের।
প্রথম ইনিংসে ৪০৯ রান তোলার পর বাংলাদেশকে ২৯৬ রানে গুঁটিয়ে দেয় উইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ১১৩ রানে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। তৃতীয় দিনের শেষ বিকেলে খুব বেশি সুবিধা করতে না পারলেও চতুর্থ দিনে হাতে ৭ উইকেট নিয়ে নামবে উইন্ডিজ।
বিজ্ঞাপন
তিন উইকেট হারানো ক্যারিবীয়রা তৃতীয় দিন শেষে সব মিলিয়ে ১৫৪ রানে এগিয়ে। ম্যাচে ঝুঁকি আড়াতে এই লিডটাকে ৪০০তে নিতে চায় সফরকারীরা। তৃতীয় দিনের খেলা শেষে এ কথা জনান উইন্ডিজ স্পিনার রাকিম কার্নওয়েল।
এক ভিডিও বার্তায় কার্নওয়েল বলেন, ‘আমার মনে হয় ৪০০ এর উপরে যে কোনো টার্গেটই আমাদের জন্য সুবিধাজনক হবে। আমাদের শুধু কালকে সকালে ভালো ব্যাটিং করতে হবে এবং পরে আমরা বাংলাদেশকে আক্রমণ করতে পারব।’
এই স্পিনার আরও জানান, ‘আমার মনে হয় আমরা একটু এগিয়ে চালকের আসনে আছি। কালকের দিনটি গুরুত্বপূর্ণ। আমাদের কালকের প্রথম ঘণ্টায় ভালো ব্যাটিং করতে হবে এবং লাঞ্চে আমরা পর্যবেক্ষণ করতে পারব আমরা বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে পারি। তবে সেটি এখনই বলা যাচ্ছে না। আমাদের সকাল পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। আমি যেরকম বললাম, লাঞ্চে আমরা সুবিধাজনক অবস্থানে থাকলে আমরা একটি সুবিধাজনক টার্গেট দিতে পারব।’
টিআইএস/এমএইচ