অনূর্ধ্ব-১৯ দলে আলো ছড়িয়ে রূপকথার মতো জাতীয় দলে অভিষেক। তবে বাংলাদেশ দলের জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারছেন না শামীম হোসেন পাটোয়ারি। এজন্য গত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হয় তাকে। নিজেকে প্রমাণ করে আবার হারানো জায়গা ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে (ডিপিএল) পাখির চোখ করেছেন শামীম। আজ (সোমবার) বিকেএসপিতে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তরুণ।

ডিপিএলে আজ সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে শামীমের দল আবাহনী লিমিটেড। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০৯ রান তুলেছে আকাশ-নীলরা। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম। 

মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে খেলেন ৬৬ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস। যেখানে ১৩টি চার ও ৪টি ছয় মারেন তিনি।

সবশেষ ১০ ইনিংসে ১৬৫ রান। ফিফটি মোটে একটি। ডিপিএলে আবাহনীর হয়ে শেষ ম্যাচে ১৫ রান করে সাজঘরে ফেরেন শামীম। মলিন পারফরম্যান্সে জাতীয় দলেও জায়গা হারান। সব মিলিয়ে ব্যাট হাতে সময়টা একেবারেই উপভোগ্য ছিল না। এমন পরিস্থিতিতে সিটি ক্লাবে বিপক্ষে আজ সোমবার নিজের লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন।

টিআইএস/এটি