সপ্তাহ খানেক পরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। শিরোপা জেতার লড়াইয়ে নামবে দশ দল। এর মধ্যে একটি বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তাদের গুরুত্বপূর্ণ সদস্য মঈন আলি। এবার তাকে নিলামেই উঠতে দেয়নি দলটি। 

৮ কোটি রুপি দিয়ে তার সঙ্গে আগেই চুক্তি করে রাখে চেন্নাই। কিন্তু এই ক্রিকেটারকে মৌসুমের শুরু থেকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। তাকে যে এখনও ভিসা দেয়নি ইংল্যান্ডের ভারতীয় হাই কমিশন। এ কারণেই এখনও ভারতে আসতে পারেননি মঈন। এ নিয়ে চিন্তায় আছে চেন্নাই ম্যানেজম্যান্ট।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন শনিবার জানান, ‘মঈন আলি ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তারপর ২০ দিন হয়ে গিয়েছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’

‘আমরা আশা করছি সে শীঘ্রই দলে যোগ দেবে। মঈন কথা দিয়েছে ছাড়পত্র হাতে পেলেই পরের বিমানে ভারতে চলে আসবে। বিসিসিআইও এ বিষয়ে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আশা করছি সোমবারের মধ্যে ও ছাড়পত্র পেয়ে যাবে।’

তবে মঈন একা নন, গুজরাট টাইটান্সের কোচিং স্টাফ আব্দুল নইমের ক্ষেত্রেও ভিসা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত টাইটান্স শিবির।

এমএইচ/এটি