ওয়ার্নকে ম্লান করা সেই সেঞ্চুরিটাই স্মৃতি হয়ে থাকল নাফীসের
‘যার চলে যাওয়ার সময় হয়েছে, তাকে তো যেতেই হবে।’ দুই লাইনের ছোট কথাটি বলতে গিয়ে গলা ধরে আসছিল শাহরিয়ার নাফীসের। কিংবদন্তির বিদায়! খানিক আগে পৃথিবীর মায়া কাটিয়ে নতুন ইনিংস শুরু করেছেন শেন ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটের সমর্থকরা জানেন এই ব্যথার তীব্রতা কতটুকু।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস তো তার বিপক্ষে খেলেছেন। কিংবদন্তি ওয়ার্নের লেগ স্পিন সামলে ২০০৬ সালে ফতুল্লায় ১৩৮ রানে অনবদ্য এক ইনিংস খেলেন নাফীস। জয়ের খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে সে ম্যাচ শেষপর্যন্ত ৩ উইকেটে হারে বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
ওয়ার্নের মৃত্যুর খবরে স্তব্ধ নাফীস, ‘এমন সময় এরকম একটা খবর পাবো এটা আসলে কিছুতেই মানতে পারিনি। আমি দাঁড়িয়েছিলাম, খবরটা শোনার পর বসে গেছি।’
অথচ খানিক আগেই দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ দল। টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। এই খবরের পরেই আসলো ওয়ার্নের মৃত্যুর খবর। হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মাত্র ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন ওয়ার্ন।
নাফীস বলছিলেন, ‘মাত্র তো ডোনাল্ডের নিউজটা পাইলাম। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে জয়েন করেছে। এই খবরটা শুনে অনেক খুশি লাগছিল। তার খেলা দেখে আমরা বড় হয়েছি অনুপ্রাণিত হয়েছি ক্রিকেট খেলার জন্য। এমন খুশির মধ্যে শেন ওয়ার্ন এর মারা যাওয়ার খবর আমি আসলে নিতে পারছি না। শেন ওয়ার্ন এর মতো কিংবদন্তির সাথে খেলেছি, তার বিরুদ্ধে খেলে শতক হাঁকিয়েছি, তার ধারাভাষ্যও অনেক ভালো লাগতো।’
যোগ করেন নাফিস, ‘সকালে শুনলাম রডনি মার্শ মারা গেছেন। এখন শুনি শেন ওয়ার্ন মারা গেছেন। এটা বিশ্ব ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক একটা খবর। শেন ওয়ার্ন হচ্ছে আমাদের সময়কার লিজেন্ড। তার সঙ্গে খেলেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি, এগুলো ছিল অবিশ্বাস্য।’
নাফিসের সেই সেঞ্চুরি হাঁকানো ইনিংসটি এখন শুধুই স্মৃতি। তবে ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটারের বিপক্ষে খেলতে পারার স্বপ্ন এখনো টাটকা নাফীসের।
নাফীস বলছিলেন, ‘ও মাঠে দুর্দান্ত ছিল। ওর জীবনী নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু ক্রিকেট মাঠে সে অনবদ্য। চরম প্রফেশনাল, ব্রিলিয়ান্ট ক্রিকেট গেম। একদমই গ্রেট ক্রিকেটার। মডার্ন ক্রিকেটে যতগুলো গ্রেট ক্রিকেটার আছেন, তাদের মধ্যে সে অন্যতম। সে ইতিহাসের সেরা লেগ স্পিনার। তার মতো একটা ক্রিকেটারের বিপক্ষে খেলতে পারছি এটা আসলেই স্বপ্ন ছিল।’
টিআইএস/এনইউ