২০১১ বিশ্বকাপ ব্যর্থতার দায়ে চাকরি হারান বাংলাদেশ দলের তৎকালীন হেড কোচ জেমি সিডন্স। দীর্ঘ ১১ বছর পর আবার বাংলাদেশ দলের অংশ হয়েছেন তিনি। মাঝের সময়ে সিডন্স অপেক্ষায় ছিলেন, আবার কবে আসবেন বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে। সে সময় টাইগারদের চাকরি হারানো প্রসঙ্গে নতুন ব্যাটিং পরামর্শক সিডন্স জানিয়েছেন, বাংলাদশের খুব ভালোবেসেছিলাম, কিছু মানুষ সেটা বিশ্বাস করেনি।

শনিবার চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সিডন্স বলছিলেন, ‘আমি গতবারই বাংলাদেশকে খুব ভালোবেসেছিলাম। কিছু মানুষ সেটা বিশ্বাস করেনি। গতবার তিন (চার) বছরের সময়টা খুব উপভোগ করেছি। আমি সবসময়ই ভাবতাম যে আরেকটি সুযোগ আসবে। এখন তা এসেছে।’

২০০৭ সালে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেন সিডন্স। চাকরি হারান ২০১১ সালে। এরপরও সিডন্সের হৃদয় ছিল বাংলাদেশে। বিসিবির কয়েকজন পরিচালক ও ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। পুরোনো কর্মস্থলে ফেরার জন্য উন্মুখ ছিলেন। ৫৭ বছর বয়সে তিনি এখন সাকিব-তামিমদের ব্যাটিং কোচ।

সিডন্স বলেন, ‘আমি কোচিংয়ের জন্য তৈরিই ছিলাম। বাংলাদেশের সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ ছিল, বিসিবির কিছু পরিচালক যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গেই হোক বা ক্রিকেটারদের সঙ্গে। তো ব্যাটিং কনসালটেন্টের একটা পোস্ট তৈরি হয়েছিল, এইচপি এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার।’

যোগ করেন সিডন্স, ‘সবসময়ই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার কথা ছিল। তবে এটা পূর্ণকালীন সময়ের জন্য না খণ্ডকালীন এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। তবে এটা নিয়ে আমার মাথাব্যাথা নেই।’

টিআইএস/এটি/এনইউ