আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আমিরের
ক্যারিয়ার জুড়েই ছিল নানা উত্থান আর পতন। অল্প বয়সে তারকা খ্যাতি পেয়েছিলেন, নিজের পেস বোলিংয়ে নাজেহাল করেছিলেন ব্যাটসম্যানদের। ওই বয়সেই চলে গেছেন বিপথেও। ফিক্সিং কেলেঙ্কারি, নো বলের নাটক সবকিছু মিলিয়ে একটা সময় প্রায় ইতিই টেনে দিয়েছিল মোহাম্মদ আমিরের সম্ভাবনাময় ক্যারিয়ারের।
তবে তিনি ঘুঁরে দাঁড়িয়েছেন। জেল খেটেছেন, পাঁচ বছর নিষিদ্ধও থেকেছেন সব ধরণের ক্রিকেট থেকে। এরপর আমির আবার ফিরে এসেছেন। জাতীয় দলে খেলেছেন, দেশকে জিতিয়েছেন আন্তর্জাতিক শিরোপা। এবার ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মোহাম্মদ আমির।
বিজ্ঞাপন
পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়নি তাকে। মূলত ওই ক্ষোভ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন এই তারকা পেসার। নিজের অবসরের কারণ হিসেবে ‘মানসিক অত্যাচার’কে সামনে এনেছেন আমির।
তিনি বলেন, ‘আমি ক্রিকেট থেকে দূরে সরছি না। যদি আপনি এখানকার অবস্থা দেখেন যেভাবে আমাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। ৩৫ জনের দলে জায়গা না পাওয়াটা আমাকে জাগিয়ে দিয়েছে। আমার মনে হয় না আমি এই ম্যানেজম্যান্টের অধীনে ক্রিকেট খেলতে পারবো। আমার এখন ক্রিকেট ছেড়ে দেয়া উচিত। আমি মানসিকভাবে অত্যাচারিত হচ্ছি। আমি আর কোনো অত্যাচার সহ্য করতে পারবো না এখন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক অত্যাচার সহ্য করেছি।’
এর আগে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯টি, ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।
এমএইচ