অতীত ভুলে নতুন শুরুর বার্তা তাসকিনের
বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে পাকিস্তান সিরিজ। সফরকারীদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে টাইগাররা। দুই দলের সিরিজ শুরু হবে আগামী ১৯ নভেম্বর, ২০ ওভারের ফরম্যাট দিয়ে। বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্সকে অতীত হিসেবে উল্লেখ করে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদের কণ্ঠে নতুন শুরুর বার্তা।
সোমবার (১৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় তাসকিন বললেন, ‘সত্যি বলতে আশা অনুযায়ী এবারের বিশ্বকাপে আমাদের দলগত পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু এটা এখন অতীত। পাকিস্তান সিরিজে নতুন করে শুরু করতে চাই। অবশ্যই কঠিন হবে। আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই।’
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ শক্ত দল পাকিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছিল দারুণভাবে। সুপার টুয়েলভ পর্বে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়। তবে সেমিফাইনালে ভাগ্য সঙ্গে দেয়নি বাবর আজমের দলের। পাকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়। পাকিস্তানের বিপক্ষে লড়াইটা কেমন হবে সুপার টুয়েলভ কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশ দলের?
তাসকিনের ব্যাখ্যা, ‘কোনো সন্দেহ ছাড়াই পাকিস্তান টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ একটি দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছে। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে হেরে গেছে। কিন্তু তারা সব বিভাগেই ভালো করছে। তাদের সঙ্গে ভালো করতে হলে আমাদেরও সব বিভাগেই ভালো করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। সহজ হবে না, কিন্তু আমরা আশাবাদী।’
টিআইএস