অনেক আশা নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শুরুতে বাজে পারফরমেন্সের কারণে পরপর দুটি হার সেমিতে খেলার আশা নষ্ট করে দেয় তাদের। এরপর থেকেই শুরু হয় বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে আলোচনা।  তবে অধিনায়কত্ব যে ছেড়ে দিচ্ছেন তা আগেই জানিয়ে রেখেছিলেন বিরাট। এবার তার সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলে দিলেন কোচ রবি শাস্ত্রী।

কার্যত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, রোহিত শর্মাই হতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক। যদিও আনুষ্ঠানিকভাবে বোর্ডের তরফ থেকে এমন কোনো ঘোষণা আসেনি।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর সাংবাদিক সম্মেলনে আসেন শাস্ত্রী। সেখানে তিনি বলেন, ‘রোহিত অত্যন্ত পারদর্শী ছেলে। ও এতগুলো আইপিএল জিতেছে। ওই দলের সহ-অধিনায়ক। ওই দায়িত্ব (অধিনায়কত্ব) পাওয়ার জন্য ও (রোহিত) তৈরি আছে।’

বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো না হলেও রোহিতই যে অধিনায়ক হতে চলেছেন, তা কার্যত স্পষ্ট। একাধিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সহ-অধিনায়ক রোহিত শর্মা পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও তাকে ভারত এবং নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কেএল রাহুল ভারতের অধিনায়কত্ব করতে পারেন। দীর্ঘকালীন সময়ে রোহিতই অধিনায়ক থাকবেন। যিনি আইপিএলে অধিনায়ক হিসেবে সফল। অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন।

এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচও পালটে যাচ্ছে। রবি শাস্ত্রীর পরিবর্তে হটসিটে বসতে চলেছেন রাহুল দ্রাবিড়। ‘ওয়াল’ কোচ হওয়ায় ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিটম্যান। আফগানিস্তানকে হারানোর পর তিনি বলেছিলেন, ‘ওকে (দ্রাবিড়) অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। তার সঙ্গে যে ভবিষ্যতে কাজ করতে পারব সেটা খুবই ভালো বিষয়।’

সূত্র : হিন্দুস্তান টাইমস, বাংলা

এসকেডি