সুপার টুয়েলভে বাংলাদেশ কখন, কাদের বিপক্ষে খেলবে?
বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গিয়েছিল পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ের পরেই। তবে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাবে দল না রানার্সআপ হয়ে, তা নিশ্চিত ছিল না। সে অনিশ্চয়তা কেটেছে ওমান-স্কটল্যান্ড ম্যাচের পর, যেখানে স্কটিশরা জিতে বি গ্রুপের শ্রেষ্ঠত্ব নিয়ে পাড়ি দিয়েছে পরের রাউন্ডে।
গ্রুপ রানার্সআপ হওয়ায় বাংলাদেশের ঠিকানা হয়েছে সুপার টুয়েলভের গ্রুপ-১ এ। যেখানে মাহমুদউল্লাহ রিদারের দলের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের গ্রুপ ১ এ আসার অপেক্ষায় আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে তাদের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে।
বিজ্ঞাপন
এক নজরে সুপার টুয়েলভে কবে, কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু সময়
শ্রীলঙ্কা* ২৪ অক্টোবর শারজাহ বিকেল ৪টা
ইংল্যান্ড ২৭ অক্টোবর আবুধাবি বিকেল ৪টা
ওয়েস্ট ইন্ডিজ ২৯ অক্টোবর শারজাহ বিকেল ৪টা
দক্ষিণ আফ্রিকা ২ নভেম্বর আবুধাবি বিকেল ৪টা
অস্ট্রেলিয়া ৪ নভেম্বর দুবাই বিকেল ৪টা
*সম্ভাব্য প্রতিপক্ষ
এনইউ