টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জের ইঙ্গিত সাকিবের
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও সমীহের চোখে দেখে দলগুলো। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবার মিশন টি-টোয়েন্টি। তবে এই ফরম্যাটটা এখনো ঠিকঠাক নিজেদের আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজ। এই সিরিজকে সামনে রেখে চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়ে রাখলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার ওয়ানডে সিরিজ শেষে সিরিজ সেরার পুরষ্কার নেওয়ার পর সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে দুই দলেরই সমান সুযোগ থাকে। এটা প্রতি বলের খেলা। এক ওভারেই খেলার মোড় ঘুরতে পারে। তাই এই ফরম্যাটে আমাদেরকে সেরাটাই দিতে হবে সিরিজ জিততে। আমরা মুখিয়ে আছি, তবে আমাদের ম্যাচ বাই ম্যাচ আগাতে হবে।’
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মোটে তিনটি। এই ফরম্যাটে কিছুদিন আগেই নিজেদের মাঠে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। অন্য দুই ফরম্যাটে সিরিজ জয় নিশ্চিত হলেও এবার কাজটি যে সহজ নয়, সেটি ভালোভাবেই জানা সাকিবের। তবুও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মূল দল বাছাই করতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ দেখছেন টাইগার অলরাউন্ডার। এতে দলের আত্মবিশ্বাস বাড়বে বলে জানালেন সাকিব।
ওয়ানডে সিরিজ শেষে পাঠানো এক ভিডিও বার্তায় সাকিব জানালেন, ‘খুশি যে যেভাবে অবদান রাখতে পেরেছি। ভালোর তো শেষ নেই। সেই দিক থেকে আরও অবদান রাখতে পারলে আরও ভাল লাগত। যেভাবে সিরিজটা শেষ হয়েছে তাতে খুশি।’
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি স্বাগতিকদের হোয়াটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ দল। তবুও দলে উন্নতির জায়গা দেখছেন সাকিব, ‘বেশ কয়েকটি পরিস্থিতিতে দলকে পরীক্ষা দিতে হয়েছে। আমরা ভালোভাবেই সেগুলো উতরে গিয়েছি। ভালোর তো শেষ নেই। এখান থেকে যতটা সিরিজ বাই সিরিজ উন্নতি করতে পারি। এখান থেকে উন্নতি করতে পারলে আমাদের লক্ষ্যটা পূর্ণ হবে।’
টিআইএস