মুক্তিযোদ্ধাকে নিয়েই ফেডারেশন কাপের ড্র
২২ ডিসেম্বর শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ঘরোয়া ফুটবলের এই প্রস্তুতি মূলক টুর্নামেন্টের লোগো উন্মোচন হবে আগামীকাল রোববার। লোগো উন্মোচনের পাশাপাশি ড্রও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন,‘ আমরা এবার একটু আগেই ড্র করতে যাচ্ছি। যাতে দলগুলোর প্রস্তুতি আরো বেশি জোরদার হয়। ’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ দল নিয়ে রোববার হবে ড্র। দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনে কাপের লোগো উন্মোচন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সাংগঠনিক কারণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তবে মুক্তিযোদ্ধাকে নিয়েই ড্র হওয়ার কথা জানালেন সালাম,‘ মুক্তিযোদ্ধা খেলবে না এই বিষয়টি আমাদের এখনো লিখিতভাবে জানায়নি। ফলে আমরা মুক্তিযোদ্ধাকে নিয়েই ড্র করব। মুক্তিযোদ্ধার মতো দলকে হারিয়ে যেতে দেয়া যাবে না। বাফুফে সব ধরনের সহযোগিতা করবে।’
১৩ দলকে চার গ্রুপ করা হবে। এক গ্রুপে চারটি দল পড়বে বাকি গ্রুপে তিনটি করে দল থাকবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ কোয়ার্টার ফাইনাল খেলবে। ফেডারেশন কাপের ম্যাচগুলো বিকেল ও রাতে অনুষ্ঠিত হতো বিগত মৌসুমগুলোতে। কিন্তু এবার দুপুর ও বিকেলে করার চিন্তা ফেডারেশনের,‘ আমাদের সম্ভাব্য ম্যাচ সূচি দুপুর তিনটা ও বিকেল পাচটা । ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচ সূচি চূড়ান্ত করব।’ বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ফেডারেশন কাপে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।
এজেড/এটি