করোনা পরীক্ষা ছাড়াই মাঠে ফেডারেশন কাপ!
সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে। বাংলাদেশে শীতের মৌসুমে করোনা প্রকোপ বাড়ছে। এর মধ্যেই ২২ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ফুটবলের মতো বডি কন্টাক্ট খেলায় প্রতি ম্যাচের আগে করোনা পরীক্ষা হচ্ছে না।
ফেডারেশন কাপের স্পন্সরদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘প্রতি ম্যাচের আগে করোনা পরীক্ষা করা সম্ভব হবে না। টুর্নামেন্ট শুরুর আগে পিসিআর টেস্ট করানো হবে। এরপর প্রয়োজন হলে সেমিফাইনাল-ফাইনালের আগে করা যেতে পারে। ’ টুর্নামেন্ট শুরুর পর প্রতি ম্যাচের আগে পরীক্ষা না হলেও ক্লাবগুলোর জন্য বিশেষ নির্দেশনা থাকছে, ‘যারা ফুটবলারদের ক্যাম্পে রাখবেন। সেই জায়গাগুলো পরিপাটি রাখা এবং চা-পানি পানের পাত্রগুলো আলাদা ব্যবহার বিশেষ ওয়ান টাইম ব্যবহাররে নির্দেশনা দিয়েছি আমরা’ বলেন সালাম মুর্শেদি।
বিজ্ঞাপন
গত মাসে মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুইটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই প্রীতি ম্যাচের আগে ও পরে করোনা পরীক্ষা করা হয়েছিল। ঘরোয়া ফুটবলে অবশ্য এতটা গুরুত্ব দিয়ে আয়োজন করছে না বাফুফে,‘ সারা বিশ্বে করোনা ভাইরাসের মধ্যে খেলাধূলা চলছে। আমাদেরও এর মধ্যে চলতে হচ্ছে।ফিফা-এএফসির গাইডলাইন, আমাদের মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মেনেই আমরা ঘরোয়া ফুটবল চালাব’ লীগ কমিটির চেয়ারম্যানের ভাষ্য।
এজেড/এনইউ