ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঘরোয়া ফুটবলে মৌসুম ফেডারেশন কাপ দিয়ে শুরু হয়। ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০২০-২১ ফুটবল মৌসুম। এবারের ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে প্রিমিয়ার ব্যাংক এবং কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক। মঙ্গলবার বাফুফে ভবনে আসন্ন ফেডারেশন কাপ উপলক্ষ্যে বাফুফে, ওয়ালটন, প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ওয়ালটন গত কয়েক মৌসুম ফেডারেশন কাপের পৃষ্ঠপোষকতা করছে। ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, " আমরা দেশের সব খেলার সঙ্গেই রয়েছি। তবে ক্রীড়াঙ্গনে আমাদের পৃষ্ঠপোষকতা শুরু মহিলা ফুটবলের মাধ্যমে। ফেডারেশন কাপ ঘরোয়া ফুটবলে অন্যতম প্রতিদ্বন্দ্বিতামুলক টুর্নামেন্ট। আমরা এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখব। " বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, " বাংলাদেশের ফুটবলের অন্যতম অংশীদার ওয়ালটন। তারা ফুটবলের প্রায় সব কাজের সাথেই রয়েছে। ওয়ালটন ছাড়াও আইএফআইসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককেও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। করোনা মহামারীর মধ্যে ব্যবসায়িক মন্দার মধ্যেও তারা ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। এজন্য প্রাইজমানি,চ্যাম্পিয়ন মানি বাড়ছে না।’
ফেডারেশন কাপে ক্লাবগুলো ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ও রানার্স আপ ৩ লাখ টাকা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের অংশগ্রহণকারী ক্লাবগুলোই ফেডারেশন কাপে অংশ নেবে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অংশগ্রহণ নিয়ে এখনো সংশয় রয়েছে। এই ব্যাপারে লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি বলেন,‘ আমরা এখনো আশাবাদী মুক্তিযোদ্ধা আসন্ন ফুটবল মৌসুমে অশংগ্রহণ করবে। আমরা ইতোমধ্যে যোগাযোগ করেছি বিভিন্ন পর্যায়ে। ’
বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাদার লীগ কমিটির সদস্য ইলিয়াস, আইএফআইসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ মোঃ মঈনুদ্দিন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর শামসুদ্দিন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।
এজেড/
বিজ্ঞাপন