সেই ট্রাভিস হেডেই আরও একবার আটকাল ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এবার বিশ্বকাপের ফাইনালেও ভারতকে দুঃস্বপ্নের এক হার উপহার দিলেন এই ব্যাটার। আহমেদাবাদে রোববারের ফাইনালে খেললেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। টুর্নামেন্টের শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গিয়েছে তার কাছেই। 

ম্যাচশেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেড বলেন, ‘এটি কখনও আশা করিনি, এক মিলিয়ন বছরেও নয়, সত্যিই একটি ব্যতিক্রমী দিন এটি। বাড়িতে সোফায় বসার চেয়েও অনেক ভাল। দলে অবদান রাখতে পেরে সত্যিই আনন্দিত। প্রথম বিশটি বল খেলার পরই অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এবং হ্যাঁ আমি তা চালিয়ে যেতে পেরেছি।’ 

এদিন বড় সিদ্ধান্ত ছিল টস নিয়ে। সবাইকে অবাক করে দিয়ে এদিন আগে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্যাট কামিন্স। অধিনায়কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হেড নিজেও, ‘টস জিতে প্রথমে বোলিং করা একটি দুর্দান্ত সিদ্ধান্ত ছিল, এতে লাভ হয়েছে অনেক। জয়ের অংশ হতে পেরে এবং ভূমিকা পালন করতে পেরে ভালো লাগছে।

পুরো ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও এদিন হেড প্রথম শিরোনাম হয়েছিলেন রোহিত শর্মার ক্যাচ নিয়ে। পুরো ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তও বলেছেন অনেকে। দুর্দান্ত সেই ক্যাচের প্রসঙ্গ উঠতেই হেড বললেন, ‘(রোহিত শর্মা) সম্ভবত এখন বিশ্বের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার। তার ক্যাচ ধরে রাখাটা দারুণ ছিল, কে জানে সে হয়তো সেঞ্চুরি করতে পারতেন। ফাইনালে সেঞ্চুরির জন্য চমৎকার তালিকা, এখানে এসে ভালো লাগলো, অবদান রাখা ভালো। দিন দুয়েক ভালো কাটবে, অপেক্ষায় আছি।’ 

জেএ