বলিউডে যেন বায়োপিকের হিড়িক লেগেছে। বায়োপিক যদি হয় ক্রীড়াবিদকে নিয়ে তবে তো সাফল্য প্রায় নিশ্চিত। মিলখা সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এর উজ্জ্বল দৃষ্টান্ত।

সেই তালিকায় যুক্ত হচ্ছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম। তাকে নিয়ে বায়োপিক বানানোর উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে ক্রিকেটার যুবরাজ সিংয়ের জীবনের গল্প। আমির খানের প্রযোজনা সংস্থার ব্যানারেই এই ছবি নির্মিত হতে চলেছে। ইতোমধ্যে আমির নাকি যুবরাজের বায়োপিকের স্বত্ব কিনে ফেলেছেন। আপাতত কাহিনী লেখার কাজ চলছে। 

যদিও এ নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছেন! কেউই এই বিষয়ে কিছু বলতে চাইছেন না।

এদিকে বাইশ গজের বাইরে যুবরাজের জীবন বেশ রঙিন, একইসঙ্গে অন্ধকার। শুধু ক্রিকেটে বিশ্বকাপ জয় নয়, ক্যানসারকেও হারিয়েছেন এই ক্রিকেটার। মারণরোগের বিরুদ্ধে যুবরাজের লড়াইয়ের এই কাহিনীও সিনেমায় দেখাতে চান প্রযোজক আমির। 

তার ফুসফুসে বাসা বেঁধেছিল ক্যানসার। ওই রোগের সঙ্গে লড়াই করে তিনি আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন।

এমএসএ