আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর: হাথুরুসিংহে
চলতি বছরের মার্চে নতুন করে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শুরুর কয়েক সিরিজে সাফল্য পেলেও ধীরে ধীরে মুদ্রার উল্টো পিঠও দেখতে শুরু করেন তিনি। সর্বশেষ চলমান বিশ্বকাপেও তার অধীনে ভরাডুবি দেখছে দেশের ভক্ত-সমর্থকরা। ক্রমাগত এই ব্যর্থতার কারণে কোচের ওপর ক্ষোভ জমেছে দেশের ক্রিকেট ভক্তদের।
আর এমন এক বাজে টুর্নামেন্ট চলাকালীন সময়ে হাথুরু জানালেন আসল কাজ হবে তার বিশ্বকাপ শেষে। এর আগে কিছুই করার ছিল না বলেও জানিয়েছেন এই কোচ।।
বিজ্ঞাপন
আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগার এই প্রধান কোচ বলেন, 'আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।'
আরও পড়ুন
হাথুরুসিংহে বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।'
গত সাতমাসে অনেককিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে বলে মন্তব্য হাথুরুসিংহের, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়। ’
আগের ৬ ম্যাচেই ছিল ব্যর্থতা। তবে সেসব নিয়ে এখন ভাবতে নারাজ এই কোচ। ভাবনায় শুধুই শ্রীলঙ্কা ম্যাচ, ‘এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কিভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ট্রেনিং করছি, খেলোয়াড়দের মুড ভালো, তারা সবাই কঠোরভাবে চেষ্টা করছে। তারা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা।
সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার লক্ষ্য বাংলাদেশের। হাথুরু বলেন, 'শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।'
এসএইচ/জেএ