বিশ্বকাপের প্রথম অঘটন উপহার দিয়েছে আফগানিস্তান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৬৯ রানে। এবারের বিশ্বকাপে এটি আফগানদের প্রথম জয়। এই জয় দিয়ে আসরে পয়েন্টের খাতা খুলেছে দলটি। আর ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে জয়ের পর হোঁচট খেল আরও একবার। পয়েন্ট টেবিলে তারা আছে বাংলাদেশ এবং আফগানিস্তানের সমান পয়েন্ট নিয়ে। 

এই মুহূর্তে বিশ্বকাপের ৫ম স্থান নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ, তিন দলই পেয়েছে ২ পয়েন্ট। তবে, রানরেটের বিচারে এগিয়ে আছে ইংলিশরা। এরপরেই আছে আফগানিস্তান।  সাতে আছে বাংলাদেশ। চারে থাকা পাকিস্তান জিতেছে ২ ম্যাচ। এই তিন দলের কেউ জয় পেলেই পাকিস্তানের সমান পয়েন্ট হবে। দখলে নিতে পারে চতুর্থ স্থানও।

# দল ম্যাচ জয় হার ড্র পরিত্যক্ত নেট রানরেট পয়েন্ট
ভারত
১.৮২১
নিউজিল্যান্ড
১.৬০৪
দক্ষিণ আফ্রিকা
২.৩৬০
পাকিস্তান
-০.১৩৭
ইংল্যান্ড
-০.০৮৪
আফগানিস্তান
-০.৬৫২
বাংলাদেশ
-০.৬৯৯
শ্রীলঙ্কা
২  -১.১৬১
নেদারল্যান্ডস
-১.৮০০
১০
অস্ট্রেলিয়া
-১.৮৪৬

এর আগে টেবিলের ১০ম স্থানে ছিল আফগানরা। তবে এক ম্যাচ জিতেই ৬ নম্বরে এসে গিয়েছে তারা। আর তাদের এমন উত্থানের দিনে বাংলাদেশ নেমে গিয়েছে ৭ম স্থানে। ৮ম থেকে ১০ স্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া। শীর্ষ চার স্থানে আছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।    

জেএ