ম্যাচ শুরুর আগে সতীর্থদের যা বলেছিলেন সাকিব
শেষ দুইটা সপ্তাহ খুব একটা ভাল কাটেনি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বিশ্বকাপের দল গঠন, ব্যাটিং অর্ডারে একের পর এক পরীক্ষার কারণে প্রতিনিয়ত সমালোচনার মুখে ছিলেন ক্রিকেটাররা। তবে সেসব জটিলতা বাঁধা হতে পারেনি বাংলাদেশের জয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে দিনের শুরুতে টস জিতে ব্যাট করার বদলে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে শুরুতে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। তবে দলীয় ৪৭ রানে সাকিব নিজেই আফগান শিবিরে আঘাত হানেন। এরপর ৮৩ রানে আবারো আঘাত হানেন টাইগার অধিনায়ক।
বিজ্ঞাপন
ম্যাচ জয়ের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলছিলেন, 'আমরা যেমন শুরু চেয়েছিলাম তেমনটা পাইনি। সবার বিশ্বাস ছিল আমরা যখন উইকেটের দেখা পাবো আমরা দ্রুত আরও কিছু উইকেট তুলে নিতে পারব। এটা সহজ নয় কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমি সন্তুষ্ট।
সাকিব নিজে বল হাতে অবদান রাখতে পেরে খুশি। এছাড়া স্পিনার মিরাজের প্রশংসাও করেছেন। তবে, এদিন তিন পেসার মিলে দখল করেছেন ৪ উইকেট। অবশ্য তাতে খুব একটা চিন্তিত নয় সাকিব। জানালেন পেসাররা দ্রুত ভালো ফর্মে ফিরবে।
সাকিব বলেন, 'আমি বল হাতে অবদান রাখতে পেরে সন্তুষ্ট। আমাকে বলতেই হবে আমাদের বোলারা খুবই মিতব্যয়ী ছিল। তারা অবদান রেখেছে। স্পিনাররা বড় ভূমিকা রেখেছে। কিন্তু মনে রাখতে হবে এটা অনেক বড় টুর্নামেন্ট। আমি নিশ্চিত পেস বোলাররা আরও অবদান রাখবে। মেহেদী এবং শান্ত ফর্মে আছে। তারা সবসময়ই আত্মবিশ্বাসী এবং দলের হয়ে ভালো খেলতে চায়।'
প্রথম ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই কিছুটা ফুরফুরে মেজাজে থাকবে বাংলাদেশ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আজকের ভেন্যু ধর্মশালাতেই মঙ্গলবার মাঠে নামবে সাকিব আল হাসানরা।
এসএইচ/জেএ