সদ্যসমাপ্ত এশিয়া কাপের সুপার ফোর থেকেই দেশে ফেরে সাকিব আল হাসানের দল। এরপর গেল সপ্তাহে এক সাক্ষাৎকারে জাতীয় দলের প্রধান কোচ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, যারা এখনও স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার, তারা ঘুম থেকে উঠুন। 

তবে আসন্ন ভারত বিশ্বকাপ নিয়ে মোটেও ছোট স্বপ্ন দেখতে রাজি নন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার দ্বিতীয় ওয়ানডে শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম।  এ সময় সাবেক এই অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় দেশের মানুষের কি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখা উচিত? কেননা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় খুব একটা সুখকর অবস্থায় নেই টাইগাররা।

এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অবশ্যই। আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯-এও আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই।’

তামিম বলেন, ফলাফল যেটাই হোক স্বপ্ন তো থাকতেই হবে, এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখব? একটা ব্যাপার পরিষ্কার করি আপনাদের কাছে, স্বপ্ন গ্যারান্টি না কোনো কিছুর। কিন্তু আপনার ওই স্বপ্নটা থাকতে হবে। আমরা হয়তো বিশ্বকাপে দুটো বা একটা ম্যাচও জিততে পারি বা সেমিতে খেলতে পারি। এটা যাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমি জানি না এটা সঠিক কি না।

এসএইচ