ইডেনে ইলিশ উৎসবে আমন্ত্রণ পেলেন সৌরভ-ডোনা
ইডেন গার্ডেনে ইলিশ উৎসবের আয়োজন করেছে কলকাতা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-সিএবি। আগামী ২৭ আগস্টের এ উৎসবে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আমন্ত্রণ জানাচ্ছে বোর্ড। এছাড়া সিএবির সঙ্গে যুক্ত ক্রিকেট কর্তাদেরও সস্ত্রীক আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।
সিএবি সম্পাদক নরেশ ওঝা ও যুগ্ম সম্পাদক দেবব্রত দাস পত্রের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। ইলিশ মাছের ছবি দিয়ে আমন্ত্রণ পত্রটি তৈরি করা হয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে ইডেনে ইলিশ উৎসবে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। আগামী সপ্তাহে সৌরভের লন্ডন যাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে এই সফর কয়েক দিন পিছিয়ে লন্ডন পাড়ি দেবেন বাংলার ক্রিকেট মহারাজ। সেক্ষেত্রে ইডেনের ইলিশ উৎসবে উপস্থিত থাকতে পারেন সাবেক ভারত অধিনায়ক।
অপরদিকে এবারই প্রথম সিএবিতে ইলিশ উৎসব আয়োজনের দায়িত্বে রয়েছে বোর্ড। এর আগে বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িত কর্তারা নিজেরা চাঁদা তুলে ইলিশ কিনে আনতেন। তারপর একটি সংস্থাকে দিয়ে রান্না করিয়ে ইলিশ উৎসব আয়োজন করা হতো। মাঝে কয়েক বছর এই উৎসব বন্ধ হয়ে গিয়েছিল। তবে ফের ইলিশ উৎসব চালু করা হচ্ছে।
জানা গেছে, বেশ কয়েক পদের ইলিশ থাকছে উৎসবে।
এদিকে বিশ্বকাপের বছরে ইতোমধ্যেই নতুন করে সেজেছে ক্রিকেটের নন্দন কানন ইডেন। আর মাসখানেক পরই শুরু বিশ্বকাপ উৎসব। তার আগেই উৎসবের আমেজ শুরু করে দিতে চাইছেন কর্তারা।
সূত্র: নিউজ ১৮
এমএসএ