ভালো-খারাপ সময় না দেখে সবসময় উপভোগ করেন শামীম
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শামীম হোসেন। এরপর ২০২১ সালে জাতীয় দলে বেশ আলোড়ন সৃষ্টি করেই অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। তবে জাতীয় দলে স্থায়িত্ব ছিল মোটে ১০ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর আর সুযোগ পাননি দলের হয়ে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমেনেটর ম্যাচে ফরচুন বরিশালকে হারানোর ম্যাচে রংপুর রাইডার্স দলের নায়ক এই শামীম।
রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই বাংলার মাঠে এদিন বরিশালকে হারাতে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছেন শামীম। কেননা এই ম্যাচে ৫১ বলে ৭১ রান করেছেন তিনি। এছাড়া ম্যাচ সেরা নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
বিজ্ঞাপন
এসময় তার কাছে জানতে চাওয়া হয় নিজের ভালো সময় ও খারাপ সময় নিয়ে, জবাবে শামীম বলেছেন, ‘ভালো-খারাপ সময় দেখি না তো। আমি উপভোগ করি সবসময়।’
এছাড়া বরিশালের ম্যাচ নিয়ে শামীম বলেছেন, ‘আমি কিন্তু ৭ বা ৮ নম্বরে ব্যাটিংয়ে নামি। ওই সময়টায় খেলা সহজ নয়। আমি যখনই নামি, চেষ্টা করি শেষ করে আসতে। আপনারা তো সবাই জানেন, ওই জায়গাটায় সহজ নয় ফিনিশ করা।’
সাধারণত ব্যাটিং অর্ডারের শেষে ব্যাট করেন শামীম। এদিন বরিশালের বিপক্ষে ব্যাটিং অর্ডারে নিজের উন্নতি নিয়ে তিনি বলেন, ‘কোচ আমাকে বলেছেন, আমি তিন নম্বরে ব্যাটিং করব ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে। যদি বাঁহাতি আউট হয় আমি নামব আর ডানহাতি আউট হলে মেহেদি ভাই নামবেন।’
এসএইচ/এফকে