সরফরাজের পারফরম্যান্সে খুশি মুশফিক
পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ জাতীয় দলের হয়ে প্রায় বাতিলের খাতায় পড়ে গিয়েছিলেন। তবে চার বছর পর দলে ফিরে আবারো জানান দিয়েছেন নিজের ব্যাটিং শক্তিমত্তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়ে ভাসছেন প্রশংসার জুয়ারে। এমনকি বাংলাদেশ দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিমও সরফরাজের সাফল্যে হয়েছেন বেজায় খুশি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরফরাজকে শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ। আপনাকে আবার অ্যাকশনে এবং রান স্কোর করতে দেখে খুশি হলাম ভাই। এগিয়ে যান।’
বিজ্ঞাপন
বাংলাদেশের তারকা ব্যাটার থেকে এমন শুভেচ্ছা পেয়ে অবশ্য তার উত্তরও দিয়েছেন সরফরাজ। প্রতিউত্তরে তিনি লিখেছেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া। ভাই ধন্যবাদ।’
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করেন সরফরাজ। করাচি টেস্টের দুই ইনিংসে এক সেঞ্চুরি এবং ফিফটিতে তিনি করেছিলেন ১৯৬ রান। দুই ম্যাচের সিরিজে সরফরাজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে এবং উইকেটের পেছনে সবমিলিয়ে মোট ৪৩ ঘণ্টা ৩৩ মিনিট মাঠে কাটিয়েছেন। এছাড়াও ম্যাচ সেরার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তিন ফিফটির সাথে এক সেঞ্চুরিতে ৮৩.৭৫ গড়ে তিনি রান করেছেন ৩৩৫। একইসঙ্গে সিরিজ সেরাও হয়েছেন সরফরাজ।
এসএইচ/এফকে