আগের মতো বিক্রি হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা
ফুটবল বিশ্বকাপ এলেই মেতে ওঠে পুরো বাংলাদেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা কিনে লাগানো হয় ভবনের ছাদসহ বিভিন্ন জায়গায়। ফলে এসব ভিনদেশি পতাকার বেচাকেনা হয় বেশ। কিন্তু অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। পতাকা বিক্রি কম। এজন্য মন খারাপ বিক্রেতাদের।
বিজ্ঞাপন
>>যার বাঁশির শব্দে শুরু হবে কাতার বিশ্বকাপ
আগে রাজধানী ঢাকার প্রত্যেকটা ভবনে ২০-২৫টি করে পতাকা দেখতাম। এখন তেমন একটা চোখে পড়ছে না। রাজধানীর ভবনগুলো খালি (পতাকাহীন) দেখা যায় বলেও জানান আসিফ।
মো. ইসরাফিল নামের আরেক বিক্রেতা ঢাকা পোস্টকে বলেন, ‘গত বিশ্বকাপে পতাকা বিক্রি ভালো হয়েছিল। এবার বিক্রি অনেক কম। গত বিশ্বকাপে একদিনে কোনদিন মোট ৮ হাজার, কোনদিন ১০ হাজার আবার কোনদিন ১২ হাজার টাকাও বিক্রি করেছি। কিন্তু এবার প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকার মতো বিক্রি হচ্ছে যা আগের বারের তুলনায় বিক্রি খুবই নগণ্য।
এদিকে, পতাকা বিক্রি কম হওয়ায় চোখেমুখে হতাশার ছাপ ষাটোর্ধ এক বিক্রেতার। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘কি আর কথা বলব, পতাকার তেমন বিক্রি নেই। তেমন কেউই কিনছে না। চিন্তায় আছি বাকিগুলো বিক্রি করতে পারি কিনা।’
>>রোনালদোর চোখে মেসি ফুটবলের জাদুকর
পারস্য উপসাগরের দেশ কাতারে রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের মাত্র একদিন বাকি থাকলেও এসব পতাকা কেনার জন্য ক্রেতাদের সমাগম খুবই কম দেখা গেছে।
রাজধানীর গুলিস্তানে অনেক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা মেলে দুজন ক্রেতার। এরমধ্যে বিজয় নামের একজন চাকরিজীবীকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুটি পতাকা কিনতে দেখা গেছে।
ব্রাজিলের পতাকা কেনার পর ইসতিয়াক আহমেদ সিয়াম নামের একজন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ব্রাজিল সমর্থন করি। তাই ব্রাজিলের পতাকা কিনেছি।’
এসএইচআর/এমএ