শেখ কামালের জন্মদিন পালনের অপেক্ষায় ক্রীড়াঙ্গন
দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান নাম ঢাকা আবাহনী। সেই আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামাল। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের হাতে গড়া ক্লাব ঢাকা আবাহনী দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
বিজ্ঞাপন
আবাহনী ক্লাব শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবে। তাই ক্লাব প্রাঙ্গণে আগের ম্যুরাল ভেঙে নতুন ম্যুরাল করা হয়েছে। আগামীকাল শুক্রবার দিনব্যাপী কোরআন তিলওয়াত, বিকেলে শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণা, বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছে আবাহনী ক্লাব।
আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সহ বিভিন্ন ফেডারেশন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। শেখ কামালের জন্মদিনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে এই অনুষ্ঠানে।
এজেড/এটি/এনইউ