আবাহনীর পরিচালক পাপন ভোটার মোহামেডানের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন দেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক। ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ার আগে আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন অনেক দিন। আবাহনীর পরিচালক পাপনের নাম মোহামেডানের আসন্ন নির্বাচনে খসড়া ভোটার তালিকায়।
লিমিটেড কোম্পানি হওয়ার সময় মোহামেডান ২১৩ জন সদস্য দিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর অনেক গুঞ্জন ছিল মোহামেডানের নতুন সদস্য নিয়ে। পরিচালনা পর্ষদ কখনো আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যের নাম জানায়নি এতদিন। নির্বাচন উপলক্ষ্যে খসড়া ভোটার তালিকায় নতুন ১২৯ জন স্থায়ী সদস্যের নাম প্রকাশ হয়েছে। এই ১২৯ জন আসন্ন নির্বাচনে ভোটাধিকার পেয়েছেন। প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি জানানোর সময়সীমা ছিল সকাল এগারোটা পর্যন্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আপত্তি নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি। ফলে সন্ধ্যা ছয়টায় এই খসড়া তালিকাই চূড়ান্ত হিসেবে প্রকাশিত হবে।
বিজ্ঞাপন
নতুন ১২৯ জনের মধ্যে পাপন ছাড়াও আবাহনীর আরেক কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিকও রয়েছেন। তিনি আবাহনীর পরিচালক না হলেও আবাহনীর ক্রিকেট কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আবাহনী লিমিটেডের অন্যতম পরিচালক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আবাহনীর প্রয়াত পরিচালক গোলাম রব্বানী হেলাল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। শুধু আবাহনী নয় অন্য ক্লাবের কর্মকর্তাদেরও দ্বৈত ভূমিকা দেখা যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এজন্য অনেক সময় ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। ক্লাবগুলোর গঠনতন্ত্রে এই সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় অনেকেই দ্বৈত ক্লাবের দায়িত্বে রয়েছেন।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ২০১১ সালে লিমিটেড কোম্পানিতে রুপ নেয়। লিমিটেড কোম্পানির মেয়াদ দুই বছর। ২০১৩ সালে পরিচালনা পর্ষদ মেয়াদউত্তীর্ণ হয়। এরপর থেকে মেয়াদউত্তীর্ণ কমিটি দিয়েই চলছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
৬ মার্চ হোটেল লা মেরিডিয়ানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশন ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। পরিচালনা পর্ষদে ১৬ জন পরিচালক ও একজন সভাপতি। সভাপতি পদের জন্য মনোনয়ন পত্রের দাম ৫০ হাজার ও পরিচালক পদের জন্য ১০ হাজার টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করে ১-৩ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে হবে। ওই দিনই রাত আটটার মধ্যে প্রত্যাহারের সময়সীমা। ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এজেড/এটি