ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয় ফেডারেশন কাপ দিয়ে। ২২ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে এবারের আসর। রোববার দুপুরে সেই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু ট্রফি এখনো প্রস্তুত না হওয়ায় সেই অনুষ্ঠান পিছিয়ে আগামীকাল দেয়া হয়েছে। 

এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘রোববার টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। অনাকাঙ্ক্ষিত কারণে রোববার করা সম্ভব হচ্ছে না।’ 

বাফুফের এক ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ট্রফি এখনো প্রস্তুত হয়নি। সোমবার সকালে বাফুফে ট্রফি বুঝে পাবে। তাই রোববারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

ডারেশন কাপের স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমাদের ওয়ালটন দেশের সব খেলাধূলার সাথে সম্পৃক্ত। প্রতিদিনই আমাদের কোনো না কোনো কর্মসূচি থাকে। রোববার ফেডারেশন কাপের ট্রফি উন্মোচনের জন্য আমরা অন্য খেলার কর্মসূচি পিছিয়েছে। বাফুফের বিশেষ অনুরোধে এখন সেটা সোমবার করতে হচ্ছে।’ 

ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টগুলোতে বাফুফে খুব বেশি সুন্দর বা আকর্ষণীয় ট্রফি দেয় না। আসন্ন ফেডারেশন কাপের ট্রফি সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি বলেন,‘এই বারের ট্রফিকে খুব আকর্ষণীয় বলা যায় না আবার গতানুগতিকও নয়। করোনার কারণে স্পন্সর অর্থ বাড়েনি। তাই এই খাতে তেমন বেশি খরচ করা যায়নি।’
 
২২ ডিসেম্বর শুরু হওয়া ফেডারেশন কাপে অংশ নিচ্ছে ১৩ টি দল। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।  

এজেড/এমএইচ