অরাজনৈতিক সংগঠন লইয়ার্স গিল্ড বাংলাদেশের আত্মপ্রকাশ

আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্যে লইয়ার্স গিল্ড বাংলাদেশ নামে অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছা-অবদান ভিত্তিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
লইয়ার্স গিল্ড বাংলাদেশের সভাপতি সাবেক বিচারপতি মো. এমদাদুল হক আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান। সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নওশাদ ইফতেখার নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এই সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুজ্জামান, তানজিলা রহমান, মো. হুমায়ুন কবির শেখর ও সৃজনী ত্রিপুরা।
লইয়ার্স গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ইশরাত হাসান বলেন, সংগঠনটি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত আইনাঙ্গন সৃষ্টি, আইন পেশার সততা ও স্বাধীনতা বজায় রাখা, পেশাগত মানোন্নয়ন, ন্যায়বিচারকে উৎসাহিত করা এবং অধ্যবসায়ী আইনজীবী ও বিচক্ষণ বিচারক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাবে।
বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট লাউঞ্জে লইয়ার্স গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এমএইচডি/এমজে