৫ আগস্ট নিয়ে কলেজ শিক্ষিকার ‘অশালীন’ মন্তব্য!
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা ৫ আগস্ট নিয়ে চরম অশালীন মন্তব্য করেছেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকার। তিনি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে একটি খবরের ছবি পোস্ট করেন। ওই ছবিতে লেখা ছিল, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’।
বিজ্ঞাপন
পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস- রুমা সরকার, ১৮/১০/২০২৪’।
যদিও রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় তার ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন
এদিকে, গতকাল শনিবার রুমা সরকার তার আরেকটি পোস্টে লিখেছেন, ‘আপনারা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়কের মাথায় প্রস্রাব করলেন। আপনারা একজন মায়ের বয়সী নারীর ব্রা, পেন্টি নিয়ে নাচানাচি করলেন...।’
এই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আরও অনেক কথা লেখেন তিনি।
এ বিষয়ে রুমা সরকারের প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক অধ্যাপক মো. শাহজাহান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
এনএম/এমএসএ