যাবতীয় অসুবিধা থেকে বেঁচে থাকার দোয়া
কোনো ধরনের অনিষ্ট যেন নাগাল না পায়, সে জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। তাহলে আল্লাহ তাআলা কষ্ট-ব্যথা ও দুঃখ-দুর্দশা থেকে দূরে রাখবেন। সব রকম অনিষ্ট ও অসুবিধা থেকে রক্ষা করবেন।
দোয়াটি হলো (আরবি) :
বিজ্ঞাপন
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।
অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
উসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করবেন।
অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগব্যাধি থেকে হেফাজত করবেন। (তিরমিজি, হাদিস : ৩৩৮৮)
আল্লাহ তাআলা আমাদের সব সময় সব রকম ও ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করুন।