ওমর আল-গাবরা। ছবি : সংগৃহীতা

কানাডার মিসিসাগা সেন্টারের সংসদ সদস্য ওমর আল-গাবরাকে নতুন পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিসিসাগা.কমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

ওমর আল-গাবরা এক টুইট বার্তায় বলেন, ‘কানাডার পরিবহর মন্ত্রী করে আমাকে মর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ধন্যবাদ। বিগত পাঁচ বছরে আমাদের সরকার মার্ক গার্নাউর নেতৃত্বে আরো দক্ষ, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবহন ব্যবস্থা তৈরিতে বড় পদক্ষেপ রেখেছে।

ওমর ২০১৫ সালে মিসিসাগা সেন্টারের এমপি হিসেবে নির্বাচিত হন। মঙ্গলবার ঘোষিত কানাডার চার মন্ত্রিপরিষদ মন্ত্রীর বদলির পরে তিনি নতুন এই ভূমিকা অবতীর্ণ হচ্ছেন।

আল-গাবরা টুইটে আরো বলেন, ‘আমি নিরাপদ, দক্ষ এবং পরিবেশগতভাবে খ্যাত বিশ্বব্যাপী স্বীকৃত একটি পরিবহন ব্যবস্থার বিকাশের পাশাপাশি দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রত্যাশায় করছি। আমি আমার প্রতিদ্বন্ধী ও সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। মিসিসাগা সেন্টারের যাত্রী ও বাসিন্দাদের সেবা করার প্রত্যাশায় রয়েছি।

মন্ত্রিসভা বদলের আগে আলঘাবড়া আন্তঃসরকারী বিষয়ক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সংসদ সচিব (জনসেবা পুনর্নবীকরণ) ও উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন।

আল-গাবরা কানাডার তৃতীয় মুসলিম মন্ত্রী। এছাড়াও ইয়র্ক দক্ষিণ-ওয়েস্টনের সংসদ সদস্য আহমেদ হুসেন বর্তমানে পরিবার, শিশু ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পিটারবারো-কাওবার্থের সংসদ সদস্য মরিয়ম মুনসেফ পল্লী অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

কানাডায় মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়ছে। ৮০ ও ৯০ এর দশকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে বিভিন্ন মুসলিশ দেশ থেকে প্রচুর মুসলিম অভিবাসীরা এখানে পাড়ি জমান। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৩.২% এরও বেশি মুসলিম।