২য় রাকাতের পর সুরা মিলিয়ে ফেললে কী করবেন?
ছবি : সংগৃহীত
আমরা জানি, চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতে কিরাত মিলাতে হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলক্রমে চার রাকাত ফরজ নামাজের সময় ভুলবশত তৃতীয় রাকাতে কিংবা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা যদি পড়ে ফেলেন, তাহলে করণীয় কী?
এছাড়াও কিছু কিছু মানুষের এমনটা সন্দেহ হয় যে, চার রাকাতের নামাজ তিন রাকাত পড়ে শেষ করে দিয়েছে। কারও যদি এমনটা সন্দেহ হয়— তাহলে কী করতে হবে?
বিজ্ঞাপন
এখানে মূলত জীবনঘনিষ্ঠ দুইটি প্রশ্ন, দুইটিরই আলাদা আলাদা উত্তর। তাই উভয়টির উত্তর জেনে রাখা জরুরি। নিম্নে উভয়টির উত্তর তুলে ধরা হলো—
এক.
চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়া সুন্নত। সুরা মেলানো ওয়াজিব নয়। তাই কেউ ভুলবশত ওই দুই রাকাতে (অর্থাৎ তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে; অথবা উভয় রাকাতে) কোনো আয়াত বা সুরা পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে না। রবং নামাজ শুদ্ধ হয়ে যাবে। (ফাতাওয়ায়ে শামি : ২/১৫০; আলমগিরি ১/১২৬; বুখারি, হাদিস : ৭৫৯)
আরও পড়ুন : নামাজের সময় প্যান্ট কি টাখনুর ওপরেই রাখতে হবে?
দুই.
নামাজের রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হলে— নিজের প্রবল ধারণার ওপর আমল করতে হবে। অর্থাৎ যদি নিজের প্রবল ধারণা হয়— তিন রাকাত, তাহলে আরেক রাকাত মিলিয়ে মোট চার রাকাত পড়ে নামাজ শেষ করবে। আর যদি প্রবল ধারণা হয়— চার রাকাত পড়েছে, তাহলে চার রাকাতই ধর্তব্য হবে এবং এতেই নামাজ শেষ করবে। কিন্তু যদি কেউ কোনো সিদ্ধান্তেই না পৌঁছতে পারে, তাহলে সে ক্ষেত্রে কম সংখ্যাকেই প্রাধান্য দিতে হবে। (দুররুল মুখতার : ২/৫৬১)