ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বিশ্বব্যাপী ছড়িয়েপড়া করোনা মহামারির কারণে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও বাইরে থেকে কেউ গিয়ে হজ আদায়ের অনুমতি ছিল না। ফলে এই বছর ও বিগত বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে পবিত্র হজ আয়োজন করছে সৌদি আরব।

তবে সফলভাবে হজ আয়োজন করতে পেরে সারাবিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ পালনের সুবিধা উন্মুক্ত করছে দেশটি। ফলে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ওমরাহ কার্যক্রম শুরু হওয়ার বিদেশিদের মধ্যে প্রথম ওমরাহযাত্রীর দল সৌদি পৌঁছেছে।  নাইজেরিয়া থেকে আসা দলটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় দলটি জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য হজের পরের রোববার থেকেই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন। এরও আগে পবিত্র হজের প্রস্তুতির জন্য জিলহজ্জ মাসের প্রথম সপ্তাহে ওমরাহ পালন স্থগিত করা হয়।

নাইজেরিয়া থেকে আগত ওমরাহ পালনার্থীদের ১ম দলকে অভ্যর্থনা জানাচ্ছে সৌদি কর্মমর্তারা।

জেদ্দায় আগত নাইজেরিয়ান ওমরাহযাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো সময় সৌদির জাতীয় হজ ও ওমরাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ যাত্রীদের চলাচল ও আবাসনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন : করোনাক্রান্ত হয়নি কোনো ওমরাহ পালনকারী

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য ড. হানি আল উমাইরি জানান, নাইজেরিয়া থেকে আগত ওমরাযাত্রীরা প্রথমে মদিনায় কিছুদিন অবস্থান করবেন। এরপর তাঁরা মক্কায় ওমরাহ পালন করতে যাবেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের হোটেল, বাস ও প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাযাত্রীদের আবেদন শুরু হয়। ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল আজিজ ওয়াজান এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিদিন ৯০ হাজার থেকে এক লাখ ২০ হাজারে ওমরাহ পালনাকরীর সংখ্যা বৃদ্ধি করার আসন্ন পরিকল্পনা রয়েছে।

ওমরাহ পালনার্থী সৌদির ১ম দল। করোনা থেকে সুরক্ষা নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওমরাহ পালনের জন্য যে টিকা নিতে হবে

বিভিন্ন দেশ থেকে যারা ওমরাহ পালনে আগ্রহী, তাদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকার অনুমোদিত করোনার টিকগুলোর যেকোনো একটির উভয় ডোজ গ্রহণ করতেই হবে। টিকাগুলো হলো- এক. ফাইজার বায়োন্টেক। দুই. মডার্না। তিন. অ্যাস্ট্রাজেনেকা। চার. জনসন অ্যান্ড জনসন।

তবে যারা চীনের তৈরি টিকার উভয় ডোজ নিয়েছেন, ওমরাহ পালনে সৌদি আরবে যেতে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।