বিপদাপদে নবীজি যে দোয়া পড়তেন
বিপদ দূর করার দোয়া
মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখনো আনন্দ, কখনো ব্যথা। কারও সুখ দীর্ঘস্থায়ী, আবার কারও দুঃখ অহর্নিশি। সুখ ও আনন্দের যেমন উপকরণ আছে। তেমনি বিপদ আসারও কোনো বার্তা থাকে না। আসলে বিপদ-আপদ মানুষের নিত্যসঙ্গী। বলে-কয়ে আসে না। কখন আসবে, কেউ জানে না।
প্রতিটি মুমিনের কর্তব্য আল্লাহ কাছে দোয়া করা। বিপদ-আপদ থেকে মুক্ত থাকার প্রার্থনা করা। তবু এরপরও কারও ওপর সমস্যা কিংবা কোনো দুর্বিপাক নেমে আসতে পারে। স্বাভাবিকত বিপদ বা সঙ্কটে পড়লে মানুষ হতবিহ্বল হয়ে যায়। মানুষের চিন্তা-ভাবনা বিক্ষিপ্ত হয়ে যায়। অস্থির ও দিশেহারা হয়ে করণীয় ভুলে যায়।
বিজ্ঞাপন
বলা অপেক্ষা রাখে না যে, যেকোনো মুহূর্তে ও বিপদ-আপদে পড়লে— আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কারণ, তিনিই একমাত্র উদ্ধারকারী ও মুক্তিদাতা। মুহূর্তেই তিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন। সমস্যা দূর করে প্রশান্তি দিতে পারেন। বিপদাপদ থেকে রক্ষা পেতে পবিত্র কোরআন ও রাসুল (সা.) এর হাদিসে কিছু দোয়াও আমলের কথা বর্ণিত হয়েছে। পাঠকদের জন্য এখানে অল্প কয়েকটি উল্লেখ করা হলো।
বিপদ দেখা দিলে নবীজি যে দোয়া পড়তেন
আনাস (রা.) বলেন, ‘যখন রাসুলুল্লাহ (সা.)- এর ওপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এ দোয়াটি পড়তেন।’
আরবি :
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।
অর্থ : হে চিরঞ্জীব! হে বিশ্ব চরাচরে ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি, মিশকাত; হাদিস : ২৪৫৪)
আরও পড়ুন : যে দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজা খুলে যায়
দোয়ায়ে ইউনুস (আ.) পাঠ করা
রাসুলুল্লাহ (সা.) বলেন, মাছের পেটে ইউনুস (আ.) এ দোয়া পড়ে আল্লাহকে ডেকে ছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন। ’ (আহমাদ, তিরমিজি, মিশকাত, হাদিস : ২২৯২)।
উচ্চারণ : লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)
অর্থ : হে আল্লাহ! তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।
কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসুল (সা.) এসব বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দোয়াটির আরবি—
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। (বুখারি, হাদিস : ৬৩৪৭; মুসলিম, হাদিস : ২৭০৭)
আনাস (রা.) থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসুল (সা.) আরও একটি দোয়া করতেন। দোয়াটি হলো-
- اللَّهمَّ لا سَهلَ إلَّا ما جَعَلتَه سَهلًا، وأنتَ تَجعَلُ الحَزْنَ إذا شِئتَ سَهلًا
উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।’ (ইবনে হিব্বান: ৯৭৪; ইবনুস সুন্নি : ৩৫১)