প্রতীকী ছবি

নামাজ সম্পন্ন করার জন্য সালাম ফেরানো ওয়াজিব। তবে সাধারণত লোকদের তিনভাবে সালাম ফিরাতে দেখা যায়। নিম্নে উল্লেখিত কোন পদ্ধতিটি সঠিক?

এক. সামনের দিকে চেহারা রেখে আসসালামু আলাইকুম (السّلَامُ عَلَيْكُمْ) বলে। আর ওয়া রাহমাতুল্লাহ (وَرَحْمَةُ اللهِ) বলার সময় চেহারা ডানে-বামে ফেরায়। অথবা পুরা সালামই চেহারা সামনের দিকে রেখে বলে। এরপর চেহারা ডানে-বামে ফিরায়।

দুই. সালামের পুরা বাক্যই ডানে বা বামে চেহারা ফিরিয়ে বলে। অর্থাৎ চেহারা ডান বা বাম দিকে ফেরানোর পর (السّلَامُ عَلَيْكُمْ) বলা শুরু করে।

তিন. সামনে থেকে সালাম শুরু করে। সালাম বলতে বলতে ডানে বা বামে চেহারা ফেরায়। যাতে ডানে বা বাম দিকে পূর্ণ চেহারা ফিরানোর সাথে সাথে সালামও শেষ হয়ে যায়।

তাহলে জানার বিষয় হলো- এই তিন পদ্ধতির মধ্যে কোন্ পদ্ধতিটি শুদ্ধ? সঠিক সমাধান প্রদানের আবেদন করছি।

এর উত্তর হলো- সালাম ফেরানোর সঠিক পদ্ধতি হলো, চেহারা কেবলা দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা ডানে ফেরাবে। অনুরূপ দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও কিবলার দিক থেকে সালাম বলা শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফেরাবে।

প্রখ্যাত ফকিহ মাওলানা রশদ আহমাদ গাঙ্গুহি (রহ.) বলেন, ‘চেহারা সামনে থাকা অবস্থায় সালাম শুরু করবে, এরপর ডান দিকে চেহারা নিতে নিতে সালাম শেষ করবে।’ (আল-কাউকাবুদ্ দুররি : ১/২৮৯-২৯০)

বিখ্যাত হাদিসবিশারদ ইমাম নববি (রহ.) বলেন, ‘কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘুরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যাতে চেহারা ঘুরানো শেষ হওয়ার সাথে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব : ৩/৪৫৮)

তথ্যসূত্র : ইলালুল হাদিস, আবু হাতিম, বর্ণনা ৪১৪; তানকিহুত তাহকিক, জাহাবি : ১/১৭৭; খুলাসাতুল আহকাম, নববি : ১/৪৪৫; নাজমুল মুতানাছির, কাত্তানি : পৃষ্ঠা ৯৮) বাদায়িউস সানায়ি : ১/৪৫৪; ফাতহুল কাদির : ১/২৭৮; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩৩৭; আল-বাহরুর রায়েক : ১/৩৩২; আদ্দুররুল মুখতার : ১/৪৬৮; আলকাউকাবুদ দুররি : ১/২৮৯; মাআরিফুস সুনান : ৩/১১০

প্রশ্নটি করেছেন : আবু মুহাম্মাদ, কাকরাইল, ঢাকা

ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও জীবনঘনিষ্ঠ যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়াও লিখতে পারেন ধর্মীয় ও বাস্তবসম্মত কোনো বিষয়ে। মেইল করুন : dhakapostislam@gmail.com