আসরের পর কাজা নামাজ পড়া যাবে?
অনেকে আসরের নামাজের পর কাজা পড়তে চান। কারণ, তাদের জীবনে বহু ওয়াক্ত কাজা নামাজ রয়ে গেছে। তাই সুযোগ পেলে কাজা নামাজ আদায় করে নিলে তাদের সুবিধা হয়।
সে হিসেবে তারা কি নিজেদের সময়-সুযোগের কারণে আসরের পর কাজা নামাজ পড়তে পারবেন? নাকি আসরের পর নামাজ পড়া মাকরুহ হওয়ার কারণে কোনো নামাজ পড়া যাবে না?
বিজ্ঞাপন
এমন প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন। তাদের জন্য অতিসংক্ষেপে এই মাসআলার আলোচনা।
আসরের পর কাজা নামাজ
আসরের পর সূর্য হলদেভাব ধারণ করার আগ আগ পর্যন্ত কাজা নামাজ পড়া যাবে। এমনকি কারো সিজদায়ে তেলাওয়াত থাকলে (যেটা কোরআনের সিজাদর আয়াত তেলাওয়াত করলে ওয়াজিব হয়), সেটাও আদায় করা যাবে। তবে হলুদবর্ণ ধারণ করলে, আর কাজা নামাজ পড়া যাবে না।
জেনে রাখা ভালো যে, সূর্য ডুবে যাওয়ার আগে সূর্য ক্ষাণিক হলদে রং ধারণ করে থাকে। ওই সময়ের আগ পর্যন্ত আসরের নামাজের সময় বাকি থাকে। এরপর যখন হলদে রং ধারণ করে, তখন হারাম ওয়াক্ত শুরু হয়। ওই সময় নামাজ পড়া যায় না।
তথ্যসূত্র : ফাতাওয়া হিন্দিয়্যা : ০১/৫৩; ফাতাওয়া তাতারখানিয়া : ০২/১৭, ১৫২৬; হিদায়া : ০১/৮৬; মাজমাউল আনহুর : ০১/১১০)
ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। বিষয়ভিত্তিক প্রবন্ধ-নিবন্ধ ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন : dhakapostislam@gmail.com