প্রতীকী ছবি

দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার ভান্ডার থেকে মানুষ সব ধরনের ভালো ও মন্দ লাভ করতে পারে। কোরআন ও হাদিসে মানুষের প্রয়োজন পূরণের জন্য ভিন্ন ভিন্ন দোয়া বর্ণনা করা হয়েছে। তবে হাদিস শরিফে এমন একটি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সব ধরনের কল্যাণ কামনা এবং সকল অনিষ্টতা থেকে মুক্তি চাওয়া হয়ে যায়। 

হাদিস শরিফে এসেছে—

عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا ‏.‏ فَقَالَ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ تَقُولُ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন—

রাসূল সা. অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না, যা সেই সকল দোয়ার সমষ্টি হবে? তোমরা বলো—

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চাণ : আল্লাহুম্মা ইন্না নাছআলুকা মিন খাইরি মা-ছাআলাকা মিনহু নাব্বিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-নায়ূযুবিকা মিনহু মিংশররি মাছ-তাআযা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-আংতাল-মুছতাআন, ওয়া আলাইকাল-বালাগ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

হে আল্লাহ! আমরা তোমার নিকট সেই কল্যাণ আশা করি যা তোমার নবী রাসূল (সা.) তোমার নিকট আশা করেছেন এবং আমরা তোমার নিকট সেই অনিষ্ট হতে রক্ষা চাই যে অনিষ্ট হতে তোমার নবি রাসূল (সা.) আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছে দাও। আল্লাহ তায়ালা ছাড়া অনিষ্ট রোধ করার এবং কল্যাণ পৌছানোর আর কোন ক্ষমতাবান নেই।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫২১)