‘বাড়িওয়ালা নাইরে বাড়ি’ গজলের গীতিকার মারা গেছেন
জনপ্রিয় ইসলামী সঙ্গীত ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি ...’ গজলের গীতিকার আব্দুল কাদির মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনসহ সর্বত্র। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে....’ গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশসহ বিশ্বের বাঙালি মুসলমানদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা গেছে, কিছুদিন আগে স্ট্রোক করেন গীতিকার আবদুল কাদির। এরপর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন।
বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে।
গীতিকার আব্দুল কাদিরের লেখা ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ গজলটি ব্যাপক জনপ্রিয়। এই গজলটি ছাড়াও বাংলা ভাষার অসংখ্য জনপ্রিয় মরমি কবিতা ও গানের স্রষ্টা তিনি। ‘একদিন তোমারই নাম, মসজিদে হবে এলান’, ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ জনপ্রিয় এই মরমি গানগুলো তারই সৃষ্টি।