প্রতীকী ছবি

শিশুদের আকিকা করা মুস্তাহাব। সন্তান জন্মের পর পশু জবাই দিয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা হয়। জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে মূলত আকিকা বলে। হাদিস শরিফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে।

সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম। এক হাদিসে সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে। (তিরমিজি, হাদিস : ১৫২২)

রাসূলুল্লাহ সা. তার দৌহিত্রদ্বয় হাসান ও হুসাইন রা.-এর আকিকা সপ্তম দিনে করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৮৩৪)

তাই সম্ভব হলে সপ্তম দিনেই আকিকা করা উত্তম। সপ্তম দিনে সম্ভব না হলে ১৪ তম দিনে বা একুশতম দিনে করা ভালো। 

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে চৌদ্দতম দিনে। এবং তাও সম্ভব না হলে একুশতম দিনে। (মুসতাদরাকে হাকেম, হাদিস : ৭৬৬৯)

অবশ্য একুশ দিনের মধ্যে করা না হলে পরবর্তীতেও তা আদায় করা যাবে। প্রসঙ্গত, সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার। তবে অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা জায়েজ আছে।

শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছেলের আকিকার জন্য দুইটি বকরি এবং মেয়ের আকিকার জন্য একটি বকরি ধার্য করা হয়েছে। তবে কেউ যদি একটি গরুতে একাধিক শিশুর আকীকা করতে চায় তাহলে তা নিয়ে ইসলামের বিধান নির্ধারিত। এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—

একটি গরু বা একটি উটে সাতজন মেয়ের আকীকা একসঙ্গে দেয়া যাবে। অথবা তিনজন ছেলে ও একজন মেয়ের আকীকা দেয়া যাবে।

জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু  আলাইহি ওয়া সাল্লাম বলেন, (একটি) গরু সাতজনের পক্ষ থেকে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কোরবানি করা যাবে)।(সুনানে আবু দাউদ, হাদীস : ২৮০৮)

অপর হাদিসে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হুদায়বিয়াতে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৮০৯)

হাদিসের মাধ্যমে সাতজন ভিন্ন ভিন্ন ব্যক্তির কোরবানি এক প্রাণীর মাধ্যমে দেওয়া যায়,সুতরাং সাতজন ভিন্ন ভিন্ন বাচ্চার আকিকা এক প্রাণীর মাধ্যমে দেওয়া যাবে বলে ফেকাহবিদন আলেমদের মতাতম। উপরন্তু কোরবানি করা ওয়াজিব। আকিকা করা মুস্তাহাব ও সুন্নত।

তবে গরু-মহিষ দ্বারা আকিকা করা জায়েয হলেও ছাগল দ্বারা আকিকা করা উত্তম। কারণ, ছাগল দিয়ে আকিকা করার কথা হাদিস শরিফে বিশেষভাবে বর্ণিত হয়েছে। আর ছাগল দিয়ে আকিকা করলে এক পশুতে একাধিক শিশুর আকিকা দেওয়া যাবে না।