ছবি : ইখলাস আল ফাহিম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলার সময় বাড়নো হয়েছে আরও ১০ দিন। এবারের মেলা নির্ধারিত সময়ের পরে শুরু হয়। প্রথমে ২০ দিন সময় দেওয়া হলেও পরবর্তীতে প্রকাশকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় আরও ১০ দিন বাড়ানো হয়। তাই ১০ নভেম্বর মেলা শেষ হওয়ার কথা থাকলেও এখন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলার আয়োজক কমিটির সদস্য ও গার্ডিয়ান প্রকাশনীর এ এম ডি মাহমুদুল হাসান।

এর আগে ইসলামী বইমেলার মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। গত ২২ অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছিল মেলা। ওইদিন বিকালে বইমেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরের মিলিয়ে মেলার আয়োজন করা হলেও পূর্ব চত্ত্বরে মূল ধারার ইসলামী প্রকাশকদের স্টল দেওয়া হয়েছে। এখানেই বসেছে মেলার মূল আয়োজন।

এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সামনে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে- লেখক কর্নার, মোড়ক উন্মোচন কর্নার এবং রয়েছে কালচার প্রোগ্রাম স্টেজ। মেলায় রয়েছে আগতদের জন্য পানি পানের সুব্যবস্থাও। এছাড়াও শিশু কর্ণার ও নারীদের জন্য বিশেষ কর্ণার।